HomeJOB NEWSIBPS.IN এর মাধ্যমে গ্রামীণ ব্যাংকে 7000 ক্লার্ক ও অফিসার নিয়োগ :

IBPS.IN এর মাধ্যমে গ্রামীণ ব্যাংকে 7000 ক্লার্ক ও অফিসার নিয়োগ :

ভূমিকা:

আপনাদের জন্য অত্যন্ত একটি খুশির খবর গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে 40 টি গ্রামীণ ব্যাঙ্কে গ্রুপ এ অফিসার ও গ্রুপ বি অফিস অ্যাসিস্ট্যান্ট পদে 7000 ছেলেমেয়ে নেওয়ার জন্য। ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন। অর্থাৎ আই বি পি এস দরখাস্ত নিচ্ছে।তাই সুযোগ হাত ছাড়া করার আগে ই  এই বিজ্ঞাপন এর বিস্তারিত তথ্য যেমন পোস্টের নাম, শূন্যপদের সংখ্যা, যোগ্যতার মাপকাঠি, আবেদনের ফি, নির্বাচন প্রক্রিয়া, কীভাবে আবেদন করতে হবে নির্দেশাবলী, গুরুত্বপূর্ণ তারিখ, দরকারী ওয়েব লিঙ্ক ইত্যাদি দেওয়া হলো –

পদের নাম:

রিজিওনাল রুরাল ব্যাংক বা RRB র গ্রুপ এ এবং গ্রুপ বি এর অন্তর্গত বিভিন্ন পদে নিয়োগ করা হবে চাকরিপ্রার্থীদের।

  • অফিস assistant
  • অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
  • জেনারেল ব্যাংকিং অফিসার
  • স্পেশালিস্ট অফিসার
  • চার্টার অফিসার
  • ল অফিসার
  • ট্রেজারি অফিসার
  • এগ্রিকালচারাল অফিসার

শূন্যপদের মোট সংখ্যা :

উল্লিখিত এই বিশেষ বিজ্ঞপ্তিতে গ্রুপ এ গ্রুপ বি পদের জন্য সর্বমোট 7000 জন ক্লার্কও অফিসার নিচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা:

উক্ত পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের গ্রাজুয়েট পাস হতে হবে

আবেদন এর পদ্ধতি :

অনলাইন online

অনলাইনে আবেদন করার শুরুর তারিখ:

07/06/2024

অনলাইনে আবেদন করার শেষ তারিখ:

27/06/20241

নির্বাচন প্রক্রিয়া:

প্রার্থী  বাছাইয়ের  জন্য  সর্বভারতীয়  ভিত্তিতে  অনলাইন টেস্ট  প্রিলি  ও মেন  পরীক্ষা হবে  এই পরীক্ষায় সফল হলে  আই বি পি এস  ইন্টারভিউয়ের  সকল প্রার্থীদের  কল লেটার পাঠাবে  ইন্টারভিউয়ে  সফল হলে  ওই চল্লিশটি ব্যাঙ্কের  এইসব পদে  চাকরি পেতে পারেন। মোট ৪০টি  ব্যাংকের মধ্যে  পশ্চিমবঙ্গ সহ  উত্তর পূর্বাঞ্চলে  নিয়োগ হবে  সেইসব ব্যাংকগুলো হল-

  • পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক,
  • পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্ক,
  • পশ্চিমবঙ্গ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক,
  • অসম • গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক,
  • বিহার গ্রামীণ ব্যাঙ্ক,
  • ঝাড়খন্ড গ্রামীণ ব্যাঙ্ক,
  • লাঙপী দেহাঙ্গী গ্রামীণ ব্যাঙ্ক,
  • মধ্য বিহার গ্রামীণ ব্যাঙ্ক,
  • মণিপুর গ্রামীণ ব্যাঙ্ক,
  • মেঘালয় গ্রামীণ ব্যাঙ্ক,
  • ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক,
  • ওড়িশার উৎকল গ্রামীণ ব্যাঙ্ক,
  • উত্তর বিহার গ্রামীণ ব্যাঙ্ক,
  • ছত্তিশগড় রাজ্য গ্রামীণ ব্যাঙ্ক,
  • ওড়িশা গ্রাম্য ব্যাঙ্ক ।

যোগ্যতা অনুযায়ী কারা কোন পদের জন্য যোগ্য :

পদযোগ্যতা
    অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস )যেকোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন এছাড়াও যে রাজ্যের ওই ব্যাংকের শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষার দক্ষতা থাকতে হবে কম্পিউটারে কাজ করার মতন জ্ঞান থাকলে ভালো হয়।  
     অফিসার স্কেল I  ( অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার  )যেকোনো  শাখার গ্রাজুয়েট ছেলে মেয়েরা আবেদন করতে পারেন  এগ্রিকালচার ,হটিকালচার  ,ফরেস্ট্রি , এনিমেল হাজবেন্ড্রি ,  ভেটেরিনারি সায়েন্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং,  পিসিকালচার,  এগ্রিকালচার মার্কেটিং এন্ড কো অপারেশন , ইনফর্মেশন টেকনোলজি , ম্যানেজমেন্ট , ল , ইকোনমিক্স এন্ড একাউন্টান্সি বিষয়ক গ্রাজুয়েট হলে  অগ্রাধিকার পাবেন I এছাড়াও যে রাজ্যের ওই ব্যাংকের শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষার দক্ষতা থাকতে হবে কম্পিউটারে কাজ করার মতন জ্ঞান থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে ধরা হবে।  
      অফিসার স্কেল II (জেনারেল ব্যাংকিং অফিসার) (ম্যানেজার)  মোট অন্তত  ৫০ শতাংশ নাম্বার পেয়ে  যেকোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা যোগ্য  ব্যাংকিং ফিনান্স মার্কেটিং পারেন  এগ্রিকালচার ,হটিকালচার  ,ফরেস্ট্রি , এনিমেল হাজবেন্ড্রি ,  ভেটেরিনারি সায়েন্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং,  পিসিকালচার,  এগ্রিকালচার মার্কেটিং এন্ড কো অপারেশন , ইনফর্মেশন টেকনোলজি , ম্যানেজমেন্ট , ল , ইকোনমিক্স এন্ড একাউন্টান্সি বিষয়ক গ্রাজুয়েট হলে  অগ্রাধিকার পাবেনI কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অফিসার হিসেবে অন্তত দু’বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবেI
  অফিসার স্কেল II স্পেশালিস্ট অফিসার (ম্যানেজার )পদে নেওয়া হবে এইসব পদে  ইনফরমেশন টেকনোলজি অফিসারইলেকট্রনিক্স , কমিউনিকেশন,  কম্পিউটার সাইন্স  ,ইনফর্মেশন  টেকনোলজি ,ডিগ্রী কোর্স পাচরা মোট অন্তত ৫০ শতাংশ নাম্বার পেয়ে থাকলে আবেদন করতে পারেন। এ.এস.পি , পি .এইচ. পি,  সি++, জাভা  ,ভি.বি .ভি.সি , ও.সি.পি  ইত্যাদি বিষয়ের সার্টিফিকেট থাকলে ভালো হয়। অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবেI
  চার্টার্ড একাউন্টেন্ট  ইনস্টিটিউট অফ চার্টার্ড একাউন্টান্স অফ ইন্ডিয়া থেকে সার্টিফাইড এসোসিয়েট (সি .এ) কোর্স পাস হলে আর এক বছরের অভিজ্ঞতা থাকলে আবেদনের যোগ্য।
  ল অফিসার :  মোট অন্তত ৫০ শতাংশ নাম্বার পেয়ে আইনের ডিগ্রী কোর্স পাশা আবেদন করতে পারেন  কোন আর্থিক বা ব্যাংকিং সেক্টরে ল অফিসার হিসাবে অন্তত দুবছর আর এডভোকেট হিসেবে দু’বছর কাজে অভিজ্ঞতা থাকতে হবেI
  ট্রেজারি অফিসার :ফিনান্স  শাখায় এ.ম.বি.এ কোর্স পাস হলে যোগ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড একাউন্ট অফ ইন্ডিয়া থেকে সার্টিফাইড এসোসিয়েট (সি.এ) কোর্স  পাস হলে যোগ্য  সব ক্ষেত্রে  এক বছরের অভিজ্ঞতা থাকতে হবেI  
  মার্কেটিং অফিসার :মার্কেটিং নিয়ে এ.ম.বি.এ কোর্স পাসটা যোগ্য অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে I  
  এগ্রিকালচার অফিসার:এগ্রিকালচার, হটিকালচার ,ডেয়ারি সায়েন্স, অ্যানিমাল হাসবেন্ড্রি , ফরেস্ট্রি  ভেটেরিনারি সায়েন্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বা  পিসি কালচার বা  বা  এলাইড স্পেশালাইজেশন বিষয়ের গ্র্যাজুয়েরা মোট অন্তত ৫০ শতাংশ নাম্বার পেয়ে থাকলে আর দু বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্যI

 

বয়সসীমা বেতন:

  • উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন।
  • এই পদে যাচাইকরনের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক পদের নিয়ম অনুসারে দেওয়া হবে।

কীভাবে আবেদন করতে হবে নির্দেশাবলী:

  1. এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  2. সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। যেমন-

এখানে আবেদন করার জন্য সকল প্রার্থীদের www.ibps.in এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে। প্রথমে ফটো, সিগনেচার ও লেফট থাম্ব ইমপ্রেশন স্ক্যান করে নেবেন। তারপর সাদা কাগজে নিচের এই ডিক্লারেশন নিজের হাতে লিখে স্ক্যান করে নেবেন! (Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the sup- porting documents as and when required.”

এবার ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড পাবেন, যা নিজের কাছে যত্ন করে রেখে দেবেন। তখন সিস্টেম জেনারেটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। তারপর পরীক্ষা ফী বাবদ অফিসার স্কেল -। ও অফিসার স্কেল-।। পদের বেলায় ৮৫০ (তপশিলী, প্রতিবন্ধী হলে ১৭৫) আর অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস) পদের বেলায় ৮৫০ (তপশিলী, প্রাক্তন সমরকর্মী ও প্রতিবন্ধী হলে ১৭৫) টাকা মাস্টার বা, ভিসা ডেবিট কার্ড (রু-পে, ভিসা, মাস্টার কার্ড, ময়েস্ট্রো), ক্রেডিট কার্ড বা, ইন্টারনেট ব্যাঙ্কিং, আই.এম.পি.এস., ক্যাশ কার্ড বা, মোবাইল ওয়ালেটের মাধ্যমে জমা দিতে পারেন। টাকা জমা দেওয়ার ২ দিন পর এস.এম.এস./ ই-মেলে টাকা দেওয়ার কনফার্মেশন পাবেন।

  •  এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
  •  তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
  •  সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

দরকারী ওয়েব লিঙ্ক:

অফিশিয়াল ওয়েবসাইটwww.ibps.in
কর্মসংস্থান PaperDOWNLOAD NOW
অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDOWNLOAD NOW
Video Apply link processclick here
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments